অসুস্থ ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

0
195
Rajbari-Dro-25-7-p-17
ক্যান্সারে আক্রান্ত মিতুল শেখ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ছোট নুরপুর গ্রামের মিতুল শেখের (২০) টিউমার রোগে আক্রান্ত । তার শরীরের বিভিন্ন স্থানে টিউমার দেখা দেয়। টিউমার থেকে তার শরীরে বর্তমানে বাসা বেধেছে ক্যান্সার।

সদর উপজেলার অসহায় মুনির শেখ ও সাহেদা বেগমের একমাত্র বড় ছেলে মিতুল। তার দু’জন বোন রয়েছে। একজনের বিয়ে হয়েছে। ছোট জন পড়ালেখা করছে।

গরীব বাবা-মায়ের একমাত্র স্বপ্ন ছিল মিতুলকে নিয়ে। ছেলে পড়াশুনা করে একদিন মানুষের মত মানুষ হবে। একটা চাকরি করে সংসারের অভাব-অনটন ঘুছাবে। পরিবারের সকলের মুখে হাসি ফোঁটাবে। কিন্তু যাকে ঘিরে এত স্বপ্ন তার পরিবারের, সেই স্বপ্ন আজ দু:স্বপ্নে রুপ নিয়েছে।
মিতুল বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে দিন কাটাচ্ছে।

রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীতে পড়ালেখা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিতুল। পরে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসক বলেন, তার পেটে টিউমার হয়েছে অপারেশন করতে হবে।

ছেলের অপারেশন করাতে গিয়ে মুনির শেখ বাড়ির জমিটুকু ছাড়া যা ছিলো সকল কিছু বিক্রি করে এবং ধার দেনা করে ছেলের অপারেশন করান। টিউমার অপারেশন করতে তার পিতা আজ নিঃস্ব।

মিতুল শেখের মা সাহেদা বেগম বলেন , দিন দিন আমার ছেলের অবস্থা খুবই খারাপ হচ্ছে। প্রতিদিন তার পিছে ২২ হাজার টাকা খরচ হচ্ছে। ছেলের বাবা আগে দর্জির কাজ করে কিছু টাকা আয় করলেও চোখে কম দেখার কারণে সেই কাজ করতে পারছে না। এমন অবস্থায় তার চিকিৎসার ভার বহণ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমার ছেলেকে বাচাঁতে সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করছি।

মিতুলের প্রতিবেশীরা , অসহায় এই ছেলেটির চিকিৎসার জন্য সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান। তারা আরো বলেন , গরিব বাবা মায়ের পক্ষে ছেলের চিকিৎসার ব্যয় বহন করা খুই কষ্টকর। ছেলেকে বাঁচাতে বাবা মা মিলে সবার দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাহলে সে বেঁচে যেতে পারে। তারা সকলের প্রতি আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (১)

সহায়তা পাঠানোর ঠিকানাঃ চলতি হিসাব নং- ২৭৬৩৮, ইসলামী ব্যাংক লিঃ, রাজবাড়ী শাখা এবং বিকাশ নং-০১৭২৫৫৬০৪৭৩ (জলি)।