রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে অস্ত্র মামলায় শমসের মোল্লা (২৮) নামে এক যুবককে ১৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
সোমবার ( ১৩ মে ) বিকালে রাজবাড়ীর বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। এসময় আসামি আদালতে হাজির ছিলেন।
দন্ডপ্রাপ্ত শমশের মোল্লা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা গ্রামের মৃত সেকেন মোল্লার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৭ মে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারমল্লিকা গ্রামের শমশের মোল্লার বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই বসত বাড়ি থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কার্তুজ ও একটি রামদা জব্দ করে র্যাব। পরে এ বিষয়ে র্যাব কর্মকর্তা বাদি হয়ে মামলা করে।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, আদালত দীর্ঘ শুনানী শেষে একটি সঠিক রায় দিয়েছেন। আশা করি এতে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। অভিযোগের সত্যতা পেয়ে অস্ত্র মামলায় ১০ বছর ও গুলির মামলায় সাত বছরসহ মোট সতের বছরের কারাদন্ড দিয়েছেন।