আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0
155

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সরকারের মন্ত্রীসভার সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দেিণর নেতারা এবং সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

আরো পড়ুন – কোরবানির ঈদে হাট কাঁপাবে কুষ্টিয়ার ‘শেরখান’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলে বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন।