আগস্টে শুরু নেইমারদের নতুন মৌসুমের লিগ

0
106
Naimar-Dro-7-p-19
নেইমারের ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ফরাসি লিগ ওয়ানের আগামী মৌসুমের সূচি চূড়ান্ত করা হয়েছে।

আগস্টে নিজেদের মাঠে মেসের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে পিএসজি।

বৃহস্পতিবার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন, ২০২০-২১ মৌসুমের প্রথম রাউন্ড মাঠে গড়াবে ২২ ও ২৩ অগাস্ট। আগামী বছরের ২৩ মে হবে শেষ রাউন্ড। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এপ্রিলে লিগ ওয়ানের ২০১৯-২০ মৌসুম বাতিল করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় পিএসজিকে।

ইউরোপের অন্য শীর্ষ লিগগুলি পুনরায় শুরু হলেও লিগ ওয়ান বাতিল করায় অবশ্য প্রশ্ন তুলেছিলেন অনেকে। ফ্রান্সের শীর্ষ লিগ থেকে অবনমন হয়েছে আমিয়াঁ ও তুলুজের। লিগ টু থেকে লিগ ওয়ানে উঠেছে লরিয়েন্ত ও লেন্স।