আগামী ৪দিনে ৮ঘন্টা কম বিদ্যুৎ পাবে কুষ্টিয়াবাসী

0
107
Load-Shedding-Dro

কুষ্টিয়া প্রতিনিধি

শুক্রবার ১৯জুন ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত কুষ্টিয়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী’র আওতাধীন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। এমন অবস্থা থাকবে জুনের ২০, ২৬ ও ২৭ তারিখ অব্দি।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী ’র নির্বাহী প্রকৌশলী প্রনব দেবনাথ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন বিদ্যুৎ বিভ্রাট নয় বিদ্যুৎ সেক্টরকে আরও আধুনিকায়ন ও শক্তিশালী করার লক্ষ্যেই এই উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। এই উন্নয়ন কাজ ত্বরান্বিত হলে বিদ্যুতের লোডশেডিংয়ের মাত্রা শুন্যের কোঠায় চলে আসবে। তবে মহামারি করোনার চিকিৎসার স্বার্থে কুষ্টিয়া পিসিআর ল্যাব ও হাসপাতাল এই বিদ্যুৎ বন্ধের আওতার বাইরে থাকবে বলেও তিনি জানান। বিদ্যুৎ বন্ধে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছে।