একটি অগ্নিকান্ড ও দুর্ভোগ

0
56

মুহুত্যের মধ্যে আগুন কেড়ে নিয়েছে দিনমুজুর রওশন-রাজিয়া দম্পতির স্বপ্ন। পরনের একটুরা কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই। প্রতিবেশীদের দেওয়া পলিথিনের নিচে তাদের রাত কাটে। নতুন শুরু শুরু হয়েছে বাঁচার লড়াই। খোকসার শোমসপুর ইউনিয়নেন ৯ নম্বর ওয়ার্ডের বি-মির্জাপুর গ্রামে ১৯ ফেব্রæয়ারি বিদ্যুতের শট সাকিট থেকে লাগা আগুনে ক্ষতিগ্রস্ত দিনমুজুর পরিবারের কিছু ছবি।

আরও পড়ুন – দলিল জালিয়াতির ঘটনায় সাব রেজিস্ট্রার সুব্রত কারাগারে

আরও পড়ুন –খোকসায় আগুনে পোড়া পরিবারটি পলিথিন টাঙ্গিয়ে বাস করছে