আজ নজরুল জন্ম জয়ন্তী

0
124
কাজী নজরুল - ছবি সংগৃহীত

বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে দ্রোহ

স্টাফ রিপোর্টার

আজ ১১ জ্যৈষ্ঠ মঙ্গলবার, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী। দিবসটি উৎযাপনে রাষ্ট্রীয় আয়োজের পাশাপাশি দ্রোহ পরিবার বিশেষ অনুষ্ঠান মালার আয়োজন করেছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে আজ মঙ্গলবার রাত ৯ টায় দ্রোহ নজরুল বিষয়ক আলোচনা ও নজরুলের সংগীত নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন খোকসা সরকারী ডিগ্রী কলেজের অধ্যাপক রবিউল ইসলাম। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কুষ্টিয়া সরকারী কলেজের সংগীত বিভাগের প্রধান কর্মকর্তা টিপু সুলতান। অনুষ্ঠানটি দ্রোহের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে সরসরি সম্প্রচার করা হবে।

কাজী নজরুল ইসলামের জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। দিনটি ছিল ১৮৯৯ সালের ২৪ মে। বাবার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্মের পর দুঃখ-দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। তার ডাকনাম ছিল দুখু মিয়া। জীবিকার তাগিদে সম্পৃক্ত হয়েছেন নানা পেশায়। লেটো দলের বাদক, রেল গার্ডের খানসামা, রুটির দোকানের শ্রমিক, নানারকম পেশা বেছে নিয়েছিলেন শৈশব ও কৈশোরে। করেছেন সাংবাদিকতাও। প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে পথে নেমেছেন। শাসকের কোপানলে পড়েছেন, কারারুদ্ধ হয়েছেন।

বাংলাদেশের স্বাধীনতার পর পরই ১৯৭২ সালের ২৪ মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবিকে সপরিবারে সদ্য স্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন।তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে তার বসবাসের ব্যবস্থা করেন।
১৯৭৬ সালের ২৯ আগস্টে তিনি মৃত্যুবরণ করেন। তাকে সমাধিস্থ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় সমজিদের পাশে।