আজ বাংলা নববর্ষ

0
125

স্টাফ রিপোর্টার

আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাংলা নববর্ষের প্রথম দিনে দেশব্যাপী মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে বর্ষ বরণ শুরু হয়েছে।

দিবসটি উপলক্ষে খোকসার উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রথম মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা অংশ গ্রহন করেন। বাঙ্গালীর জাতীয় জীবনে বাংলা নববর্ষের গুরুত্ব বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। খোকসা ডিগ্রী কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা শুরু হয়েছে।