আজ মেসির জন্মদিন

0
165
MESSI-dro-24-p-16-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

রোজারিওর ছোট্ট মেসি এখন বিশ্ব ফুটবলের বড় জাদুকর। কথাটা পুরোপুরি সত্য না হলেও- গত এক যুগে এমন শিরোনামের কাছাকাছি হাজারবার উদ্ভাসিত হয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসি কুচেত্তিনি।

আজ থেকে ঠিক ৩৩ বছর আগে ১৯৮৭ সালের ২৪ জুন তারিখে রোজারিও শহরে জন্মগ্রহণ করেন লিওনেল মেসি। বর্তমান বিশে^র ফুটবলের বড় জাদুকরের আজ ৩৩তম জন্মদিন। তিনি বাঁ পায়ের মোহনীয় জাদুতে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন গোটা ফুটবল বিশ্বকে।

ফুটবল ক্যারিয়ারে মেসির প্রাপ্তি ও সাফল্যের গল্পগুলোর শেষ নেই। অপ্রাপ্তি শুধু এতটুকুু নিজ দেশের হয়ে বড় কোন শিরোপা জিততে না পারা। তবে কাছাকাছি গিয়েছিলেন মেসি। ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকায় দলকে তুলেছিলেন ফাইনালে।

কিন্তু তিন ফাইনালের একটিতেও শেষ হাসি হাসতে পারেননি মেসি। তিনবারই শেষ বাধায় আটকা পড়েছেন । তবে ব্যক্তি খেলোয়াড় হিসেবে মেসি ছিলেন টুর্নামেন্টের সেরা। ২০১৪ সালের বিশ্বকাপে গোল্ডেন বল, ২০১৫ সালের কোপায় টুর্নামেন্টের সর্বোচ্চ ৪ বার জেতেন ম্যাচসেরার পুরস্কার। সেবার টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার ছিল না। নয়তো তা পেতেন মেসিই।

তবে ট্রফি জিতেই ক্যারিয়ার শেষ করতে চান মেসি। স্পেনের ক্লাবটির হয়ে দেড় দশকের ক্যারিয়ারে ১০টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ৬টি কোপা দেল রেসহ মোট ৩৪টি শিরোপা জিতেছেন মেসি। চলতি মৌসুমে সুযোগ রয়েছে ট্রফির সংখ্যা আরও বাড়িয়ে নেয়ার।

ব্যক্তিগত অর্জনেও মেসির সমানে নেই বিশ্বের আর কোন ফুটবলার। একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি জিতেছেন ছয়টি ব্যালন ডি অর এবং ছয়টি ইউরোপিয়ান গোল্ডেন বুট।

আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনার মূল দলের হয়ে মেসির গোলসংখ্যা এখন ৬৯৯ (৭০+৬২৯)। অর্থাৎ আর মাত্র একটি গোল হলেই পেশাদার ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন মেসি ‘দ্য ম্যাজিশিয়ান’ ।

আরও পড়ুন

মেসি ম্যাজিকে বার্সেলোনার জয়