আত্মহত্যার প্ররোচনায় মামলা! বিক্ষোভ সালমানের বাড়ির সামনে

0
128
Droho-19-p-15-compressed
সংগৃহিত ছবি

সুমন বিশ্বাস

সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সালমান খানের বিরুদ্ধে বিহারের মুজাফফরপুর আদালতে মামলা দায়ের হয়েছে বুধবারই। নেপোটিজমের অভিযোগ এনে একাধিক তারকার বিরুদ্ধেই ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। পরিচালক অভিনব কাশ্যপের সুরে সুর মিলিয়ে সালমানকে বয়কটেরও ডাক দিয়েছেন অনেকে।

শুক্রবার সকালে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল সালমান খানের বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটপ্রসঙ্গত, এদিন সকালেই সুশান্তের শহর পাটনায় সালমানের বিইং হিউম্যান স্টোরের (ইবরহম ঐঁসধহ) সামনে বিক্ষভ প্রদর্শন করেন অভিনেতার অনুরাগীরা।

এবার সেই বিক্ষোভের আঁচ গড়াল মুম্বইয়ে সালমানের বান্দ্রার বাসভবনের সামনেও। প্রয়াত অভিনেতা সুশান্তের পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীরা “হায় হায় সালমান খান, মুর্দাবাদ সালমান” বলে স্লোগান তোলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বিক্ষোভকারীদের সামাল দিতে তৎপর হতে হয়েছে মুম্বই পুলিশকে।

আরও পড়ুন

রাজপুতের মৃত্যুর মোড় ঘুড়িয়ে দিলেন দাবাং পরিচালক