আব্বাস দম্পতি করোনায় আক্রান্ত

0
140
BNP-ABBAS--Droho04-11-20P12
বিএনপি নেতা আব্বাস দম্পতি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী করোনা ভাইরাসে এ আক্রান্ত হয়েছেন।

তার একান্ত সচিব আসিফ সোহান বলেন, কয়েকদিন ধরে তারা অসুস্থ বোধ করছিলেন। বুধবার এই দম্পতির করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে পজিটিভ।

চিকিৎসকদের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে বিএনপির এই প্রবীন নেতা ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস চিকিৎসা নিচ্ছেন।

এই দুই দম্পতি বিএনপির নেতাকর্মী-সমর্থকসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান আসিফ।

আব্বাস দম্পতি ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও তার স্ত্রী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য জহির উদ্দিন স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলও করোনা ভাইরাসে এ আক্রান্ত হয়েছেন। সবাই নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।