আমের গুটি

0
107

প্রাকৃতিক দুর্যোগ আর রোগ বালাই আমের পিছু ছাড়ছেনা। বেশীর ভাগ আমগাছের গাছের মুকুল ঝড়ে গেছে। যেসব গাছে আমের গুটি এসেছে তাতে ধরছে রোগ-বালাই। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠ থেকে মঙ্গলবার ছবিটি তোলা।