দ্রোহ বিনোদন ডেস্ক
বরেণ্য গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কবীর সুমনের কথা ও সুরে এবার গান গাইলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোমবার সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যানারে ‘এখনও সেই আসিফ আমি’ শিরোনামে এ গানের রেকর্ডিং করেছেন আসিফ।
এটিই আসিফের প্রথম গান কবীর সুমনের সুরে। এ গানের সংগীতায়োজন করেছেন উজ্জল সিনহা। গানটি শুনে আসিফের গায়কির প্রশংসা করেছেন কবীর সুমন।
এক ফেইসবুক স্ট্যাটাসে সুমন লিখেছেন, বাংলাদেশের গায়ক আসিফ আকবর আজ প্রথম ওনার জন্য তৈরি আমার গান রেকর্ড করলেন। রাফ ভয়েস মিক্স শুনলাম। খুব ভাল লাগল। সাবাশ আসিফ!”
কবীর সুমনের একনিষ্ঠ ভক্ত আসিফ, তার কথা-সুরে গাইতে পারাটা তার জন্য আনন্দের বলে জানান তিনি। এটি ছাড়াও সামনে আরও গানের পরিকল্পনা আছে তাদের।
এটি ছাড়াও প্রথমবারের মতো রবীন্দ্র সংগীতে কণ্ঠ দিলেন আসিফ। ‘আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা’ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সংগীতায়োজন করেছেন আহমেদ কিসলু।