আ’ লীগের মনোনয়ন ফরম তুললেন ব্যারিস্টার আমীর-উল

0
139
ছবি সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের আসনে (কুষ্টিয়া সদর-৩) দলীয় মনোনয়ন ফরম তুলেছেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। এ ছাড়া সেলিম আলতাফ জর্জের আসন (কুষ্টিয়া -৪) থেকে ফরম তুলেছেন তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীর।

গত রবিবার ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীরের পে একজন প্রতিনিধি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বুথের দায়িত্বে থাকা অ্যাডভোকেট শেখ হাসান মেহেদী।

সদর আসনে মাহাবুবউল আলম হানিফের আসনে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ছাড়াও মনোনয়ন কিনেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি ডা. এ এফ এম আমিনুল হক রতন, সহ-সভাপতি লাইলা আরজুমান বানু ও খন্দকার মাহাতাবুল হক জয়।

তানিয়া আমীর মনোনয়ন তুলেছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে। এ আসনের এমপি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ। এ আসনে দলীয় মনোনয়ন পাবার জন্য আবেদন তুলেছেন বর্তমান এমপি সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, সাবেক এমপি সুলতানা তরুন, খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটুসহ প্রায় এক ডজন নেতা।

সূত্র জানায়, ২০০৬ সালে দলের চরম দুর্দিনে কুষ্টিয়া আওয়ামী লীগের হাল ধরেছিলেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়া সদর আসনের বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন তিনি। সেই উঠান বৈঠক আজও সারাদেশের রোল মডেল হয়ে রয়েছে। কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন।

ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও তানিয়া আমীরের মনোনয়ন সংগ্রহের পর জেলার রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন তৈরি হয়েছে। ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের ঘনিষ্ঠ একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, কেন্দ্রের গ্রিন সিগন্যাল পেয়েই তারা মনোনয়ন সংগ্রহ করেছেন।

তবে এ আসনের সংসদ সদস্য ও হেভিওয়েট নেতার বিপে দেশবরেণ্য আইনজীবীর মনোনয়ন নেওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না হানিফপন্থিরা। তারা বলছেন, কুষ্টিয়া-৩ সদর আসনে মাহবুবউল আলম হানিফের কোনো বিকল্প নেই। এ কারণে তার দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়টি এক প্রকার নিশ্চিত বলে দাবি করছেন তারা। তবে দলের কিছু নেতা বলছেন দলের মধ্যে প্রতিযোগিতা থাকা ভালো। নেত্রী যাকে নৌকা দেবেন তার পইে থাকবে সব পর্যায়ের নেতাকর্মীরা।