ইংল্যান্ড সফরের দলে আমির ফিরলেন

0
112
Amir-Dro-20-7-p-13
ইংল্যান্ড সফরের দলে আমির ফিরলেন

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে প্রথমে নিজের নাম সরিয়ে নেওয়া মোহাম্মদ আমিরকে দলে যোগ করেছে পাকিস্তান। এই সপ্তাহের শেষে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার সম্ভাবনা রয়েছে বাঁহাতি এই পেসারের।

সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে আমিরকে দলে যোগ করার কথা জানায়। তবে সফরের আগে দুবার তার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে।

গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আমির। প্রথমে ইংল্যান্ডে যেতে আপত্তি জানিয়েছিলেন সন্তান-সম্ভবা স্ত্রী কে একা রেখে যাওয়ার কারনে। তার সন্তান জন্মের সম্ভাব্য তারিখ ছিল আগস্টে। তবে শুক্রবার দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান এই পেসার। এরপরই তাকে দলে যোগ করার সিদ্ধান্ত নেয় পিসিবি।

সোমবার আমিরের প্রথম করোনা পরীক্ষা করানো হয়েছে । প্রথম টেস্টে নেগেটিভ ফলাফল এলেও তাকে রাখা হবে লাহোরে জীবাণুমুক্ত পরিবেশে। বুধবার দ্বিতীয় দফার পরীক্ষায় নেগেটিভ আসার সাপেক্ষে ইংল্যান্ড সফরের অনুমতি পাবেন তিনি।

ম্যানচেস্টারে ২৮ আগস্ট শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।