দ্রোহ অনলাইন ডেস্ক
ইউরোপের স্যাটেলাইট সোলার অরবিটারের কল্যানে মহাজাগতিক এক দৃশ্যের সাক্ষী হলো বিশ্ব। এই স্যাটেলাইট সূর্যের খুব নিকট থেকে ছবি তুলে পাঠিয়েছে বিশ্ববাসীর জন্য। এমনই এক নতুন ইতিহাস সৃষ্টি করলো নাসা এবং ইউরোপীয়ান স্পেস এজেন্সি।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই সূর্যের পাড়াতেই বসবাস ছিল সোলার অরবিটারের। বৃহস্পতিবার এই স্যাটেলাইট সূর্যের খুব নিকটবর্তী ছবি তুলেছে। সূর্য থেকে তার দূরত্ব ছিল সাড়ে সাত কোটি কিলোমিটারের কিছুটা বেশি।
সূর্যের খুব নিকটবর্তী গ্রহ বুধ, তবে সোলার অরবিট সূর্য এবং তার দূরত্ব এতটাই কমিয়ে আনবে যে বুধের থেকেও স্যাটেলাইটের অবস্থান হবে সূর্যের নিকটবর্তী।
আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?
১০ ফেব্রুয়ারি ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইএসএ ও নাসা। সেই দুঃসাহসিক অভিযানে ইউরোপিয়ান স্পেস এজেন্সির ১২ সদস্য যথা অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, পোলান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ব্রিটেনের বিজ্ঞানীরা রয়েছেন সোলার অরবিটার মিশনের গবেষণা ও ইঞ্জিনিয়ারিং বিভাগে।
তবে সূর্যের এত কাছে যাওয়ার সাহস এর আগে কেউ দেখায়নি।