দ্রোহ অনলাইন ডেস্ক
দ্রæততম সময়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রিতার প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করতে দ্রæততম সময়ে একজন দক্ষ, দুর্নীতিমুক্ত ও শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের দাবি জানান।
আরও পড়ুন – বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু
এসময় শিক্ষার্থীরা বলেন, ‘এরইমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে গেছে। কিন্তু স্বাধীনতা পরবর্তী প্রথম বিশ্ববিদ্যালয় ইবিতে এখনো উপাচার্য দেওয়া হয়নি। ফলে আমাদের শিক্ষাকার্যক্রম পিছিয়ে যাচ্ছে। উপাচার্য না থাকায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। আমরা চাই অতিদ্রæত একজন সৎ, যোগ্য ও সংস্কারমনা উপাচার্য নিয়োগ দেওয়া হোক।’