Home breaking news ঈদগাহে টাকা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

ঈদগাহে টাকা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

0
16

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ঈদগাহ মাঠে টাকা আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া শাহ নিয়ামতউল্লাহ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত চলাকারে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উপজেলা ও জেলার সরকারি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন – ওই এলাকার বদর উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৬), করিমের ছেলে মুনহর শেখ (৫৫) সিজারত (৪৩), মনজু আলীর ছেলে কলম আলী (৩৮), মনছুর শেখের ছেলে আলম হোসেন (৩০), জিয়া শেখের ছেলে জিহাদ শেখ (১৮), মুজাহিদের ছেলে সাবিদ সাহা, আবু দাউদের ছেলে আমিরুল ইসলাম (৫০) ও তার ছেলে বাধন শেখ (২১)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিয়ামতবাড়িয়ার শাহ নিয়ামতউল্লাহ ঈদগাহ মাঠের পরিচালনা পরিষদের কমিটি নেই। সোমবার সকাল ৮ টা ৪৫ মিনিটে ঈদের নামাজ পড়ান মাওলানা সুরুজ আলী। তিনি নামাজ শেষে ঘোষণা দেন এবার কোনো মসজিদের নামে টাকা আদায় করা যাবে না। হুজুরের কথা অমান্য করে স্থানীয় আওয়ামী লীগের সমর্থক আলী রেজা (৬০) তার লোকজন দিয়ে টাকা আদায় শুরু করেন। আর তাদের টাকা আদায়ে বাঁধা প্রদান করেন বিএনপির সমর্থক ফারুক হোসেন ও তার লোকজন।

এঘটনায় কেন্দ্র করে ধাক্কাধাক্কির এক পর্যয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর বেশ কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে চলে পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে অন্তত উভয়পক্ষের ৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

আহত মনোহর শেখ ও আলম হোসেন বলেন, মসজিদের টাকা তুলে বাধা দেওয়ায় আওয়ামী লীগের সমর্থক আলী রেজা ও তার লোকজন আমাদের ওপর হামলা করেছে। ইটপাটকেল মারে আমাদের অন্তত সাতজনকে আহত করেছে। হামলায় তাদের নেতা ফারুক হোসেনের ঠোঁট কেটে গেছে। সেজন্য তিনি কথা বলতে রাজি হননি।

অভিযোগ অস্বীকার করে আলী রেজা মুঠোফোনে বলেন, মসজিদের টাকা তোলার অপরাধে প্রতিপক্ষের লোকজন হামলা করেছে। এতে আমাদের দুই – তিন জন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।

জানতে চাইলে চাঁদপুর ইউনিয়নের পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ডাবলু বলেন, ঈদের মাঠে মসজিদের টাকা তোলা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনেকেই আহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিপাশা বৈশাখ কথা বলতে রাজি হননি।

আরও পড়ুন – খোকসায় কখন কোথায় ঈদ জামাত

সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ বলেন, ঈদের মাঠে টাকা তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – ইফতার