দ্রোহ অনলাইন ডেস্ক
করোনার এই ভয়াবহ দিনে ঈদ আসছে নতুন এক অভিজ্ঞতা নিয়ে। প্রতিবছরই ঈদ নিয়ে তারকা ও ভক্তদের মধ্যে থাকে বিশেষ উন্মাদনা।
কেমন কাটবে এবারের ঈদ, এ বিষয়ে অভিনয়শিল্পী জয়া আহসান বলেন, এবারের ঈদ নিজেদের মতো করে ঘরে থেকেই উদযাপন করা উচিত । করোনার এই ভয়াল গ্রাস থেকে দেশ ও মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করা, যেন খুব দ্রæত করোনা থেকে পৃথিবী মুক্তি পাই।
তিনি আরো বলেন, এবারের ঈদে নতুন জামা নয়, পুরোনো জামা দিয়েই যেন উদযাপন করি সবাই। নতুন পোশাকের জন্য সবাই অস্থির! ঈদ তো শুধু আনন্দের না, স্যাক্রিফাইসেরও। মাসব্যাপী আমরা যে সংযমী হলাম, তা যেন ঈদের পরেও বহাল থাকে। যদি এ যাত্রায় সংযত হই, নিশ্চয়ই সামনের ঈদ ভালোভাবে করতে পারবো।