দ্রোহ অনলাইন ডেস্ক
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ট্রেনের সংখ্যা বাড়বে না। সীমিত পরিসরে চলবে ট্রেন। আর টিকিট বিক্রি হবে অনলাইনে।
শনিবার গুরুত্বপূর্ন স্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এসব তথ্য জানিয়েছেন।
করোনা রোধে ৬৮ দিন বন্ধ থাকার পর গত ৩১ মে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চালু হয়। সারাদেশে ১০২টি যাত্রীবাহী ট্রেনের মধ্যে ১৯টি চালু করা হয়। ইতোমধ্যেই যাত্রীর সঙ্কটে পরা দু’টি ট্রেন বন্ধ করে দেওয়া হয়।
শনিবার বিমানবন্দর স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার ও সীমানাপ্রাচীর নির্মাণ কাজ পরিদর্শন শেষে মন্ত্রী আরও জানান, টিকেট ছাড়া যাত্রীরা কেউ যেনো ঢুকতে না পারে সে জন্য দেশের বড় স্টেশনগুলোকে প্রবেশ নিয়ন্ত্রিত করা হচ্ছে।
মন্ত্রী আরো জানান, স্বাস্থ্যবিধি রক্ষায় ট্রেন বাড়ানো হবে না। অর্ধেক আসন খালি রেখে ট্রেন চলবে।
এ সময় রেল সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।