ঈদ পোশাকে শখের ছাপ

0
156

ঈদের আর একদিন বাঁকী। চা দোকানী বাবার পক্ষ থেকে কিছুই মেলেনি শিশুটির ভাগ্যে। তবে মাদ্রাসা থেকে একটি টিসার্ট পেয়েছে। এটিই তার ঈদ পোশাক। সেটিতেই নিজের নাম ও পছেন্দের ক্রিকেটারের নম্বরের ছাপ দিয়ে এভাবেই ধরে বাড়ি ফিরছে। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার খোকাসার হাই স্কুল মাঠ এলাকা থেকে শিশু মাহামুদের এই ছবিটি তোলা।