দ্রোহ অনলাইন ডেস্ক
বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই সরকার জিয়াউর রহমানের বিরুদ্ধে বিষোদগার করছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক এমাজ উদ্দীন আহমদের স্মরণে এই আলোচনা সভা হয়।
এই সভায় বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “জাতীয় দুযোর্গময় মুহূর্তে জাতীয় নেতৃত্বের অভাবে যে ব্যক্তিটি স্বাধীনতার ঘোষণা দিলেন, জাতীয় নেতৃত্ব যে দায়িত্ব পালন করেননি সেদিন একজন মেজর সেই দায়িত্ব পালন করেছেন, জাতির কান্ডারী হিসেবে ভূমিকা পালন করেছেন। আজকে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, মিডিয়ার সমস্ত আলো একজন ব্যক্তির দিকে টেনে নিয়ে তার বিরুদ্ধে বিষোদগার করছে সরকার।
আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!
“কারণ একটাই- জিয়াউর রহমানের কেন এতো জনপ্রিয়তা, তার দলের কেন এত জনপ্রিয়তা। তার রাজনৈতিক দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্রের যে চেতনা, এই চেতনা কেনো সে এখানে প্রতিষ্ঠিত করেছে? এটাই হচ্ছে তাদের ক্ষোভ, অন্য কিছুই নয়। সেজন্য সমস্ত প্রতিহিংসা, সমস্ত ঈর্শ্বা ও ক্ষোভ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ওপরে।”
অধ্যাপক এমাজউদ্দীনের স্মৃতি তুলে ধরে রিজভী বলেন, “স্যার ছিলেন একজন মহীরুহ, একজন প্রখ্যাত একাডেমিক ব্যক্তিত্ব। সুউচ্চ পর্বতের মতো তার ব্যক্তিত্ব ও বুদ্ধিবৃত্তিক উচ্চতা ও তার জ্ঞানের ভান্ডার। আমরা এইরকম মানুষদেরও আজকে হারিয়ে ফেলছি।”