একদিনে দেশে সর্বোচ্চ ১৬১৭ জনের করোনা শনাক্ত

0
106
droho 10 p 4-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে লাগামহীন ভাবে বেড়েই চলছে করোনা ভাইরাস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১৬১৭ জন, মারা গেছেন ১৬ জন । একদিনে দেশে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড এটি।

বুধবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

নাসিমা সুলতানা জানান, নতুন একটিসহ মোট ৪৩টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হল দুই লাখ ৩ হাজার ৮৫২টি।

তিনি বলেন, নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৩৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮৬ জনে। একদিনে সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২০৭ জন।