এডিসি হারুন কান্ডের তদন্তে সময় পেল কমিটি

0
145

দ্রোহ অনলাইন ডেস্ক

শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় ২ নেতাকে পেটানোর ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গঠন করা তদন্ত কমিটি আরও ৫ কর্র্মদিবস সময় পেয়েছে। বুধবার ডিএমপি কমিশনার তদন্ত কমিটির সময় বাড়ানোর অনুমতি দিয়েছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সময় বাড়ানোর আবেদন অনুমোদন করা হয়েছে। তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে কমিটিকে আরও ৫ দিন সময় দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার ডিএমপির তদন্ত কমিটি সময় বাড়ানোর আবেদন করেছিল বলে জানান তিনি।

ফারুক হোসেন বলেন, পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে এবং এ ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, এডিসি হারুন ছাড়া পুলিশের যেসব সদস্য থানায় ছিলেন তাদের কী ভূমিকা ছিল বা ঘটনা যেখান থেকে শুরু, বারডেম হাসপাতাল সেখানে কারা কারা ছিলেন-সব বিষয় পূর্ণাঙ্গভাবে তদন্তে আসার জন্য একটু সময় প্রয়োজন। এ কারণে তদন্ত কমিটির আবেদনের পরিপ্রেেিত কমিশনার মহোদয় আরও ৫ কর্র্মদিবস সময় বাড়িয়ে দিয়েছেন।

ডিএমপির এ কর্মকর্তা বলেন, আমরা আশা করি, আগামী ৫ কর্মদিবসের মধ্যে কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দেবে। তাদের প্রতিবেদনে যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে আইনগত যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, কমিশনার সেই ব্যবস্থাই নেবেন।

উল্লেখ্য, শনিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের ২ কেন্দ্রীয় নেতাকে পুলিশ নির্মমভাবে পিটিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে। আহতরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখার সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।

ভুক্তভোগী ও তাদের সহপাঠীদের অভিযোগ, পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ তাদের থানার ভেতিরে নিয়ে বেড়ধক পেটান। এমনকি ছাত্রলীগ নেতা পরিচয় দেওয়ার পরও হারুনের সঙ্গে ১০-১৫ পুলিশ সদস্য মিলে তাদের পিটিয়েছেন।

এ ঘটনার পরদিন ডিএমপি সদর দপ্তরের উপপুলিশ কমিশনার (অপারেশনস্) আবু ইউসুফকে সভাপতি করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে ২ দিনের মধ্যে ডিএমপি কমিশনার বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। মঙ্গলবার তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।