এবার আলিয়াকে হুমকি

0
124
আলিয়া ভাট-ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউড তারকা সুশান্তের মৃত্যুর জের নামেনি এখনো। তার মৃত্যুকে ঘিরে ভক্ত আর মিডিয়া পাড়াতে উৎকণ্ঠা, পাগলামি, অস্থিরতা সবই রয়েছে চলমান।

এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুকে ঘিরে নেপোটিজম ইস্যু নিয়ে প্রতিবাদ করছেন অনেকেই। আর এতে করে আক্রোশের মুখে পড়তে হচ্ছে বড় তারকাদের।

সুশান্ত সিং রাজপুতের ভক্তরা শাহরুখ খান থেকে শুরু করে আমির-সালমানদেরও সমালোচনা করছেন । এবার নতুন আক্রমণের শিকার হয়েছেন আলিয়া ভাট ও তার বোন শাহিন ভাট। শাহিনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই আসছে একের পর এক খুন ও ধর্ষণের হুমকি।

শাহিন বলেন, ‘আইনি মাধ্যমেই আমি কথা বলবো, আর কেউ হুমকি দিতে এলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবো।’ এছাড়া হুমকির সেই স্ক্রিনশট শেয়ার করেই আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন বলে জানালেন মহেশ কন্যা শাহিন। সোশ্যাল মিডিয়ায় তিনি আর কোনো অপ্রীতিকর মেসেজ পেলে প্রথমেই সেই ব্যক্তিকে প্রকাশ্যে আনবেন এবং তার বিরুদ্ধে রিপোর্ট করবেন বলে জানান শাহিন।