সুমন বিশ্বাস
অমিতাভ এবং অভিষেক বচ্চনের পর এবার করোনা রিপোর্ট পজিটিভ এল ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যারও।
রবিবার দুপুরেই হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
টুইট করে খবর নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ। তবে জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। ঐশ্বর্য ও আরাধ্যা দু’জনেই উপসর্গহীন এবং হোম কোয়ারেন্টাইনে থাকবে বলে জানা গিয়েছে।
দেখুন– খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক
র্যাপিড টেস্ট নেগেটিভ বললেও দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ সোয়াব স্যাম্পেল টেস্টের ফল এসেছে পজিটিভ। জানা গেছে, অভিষেক যে ডাবিং স্টুডিওতে গিয়েছিলেন, সেখান থেকেই প্রথম সংক্রমণ ছড়ায় বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, জয়া ছাড়াও অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, নভ্যা নভেলি এবং অগস্থ্যার রিপোর্টও নেগেটিভ এসেছে।