এমসি কলেজে ধর্ষণ মামলার আরেক আসামি তারেক আটক

0
175
এমসি কলেজে তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তারেকুল ইসলাম ওরফে তারেক আহমদকে (২৮)। আগের ছবি এবং পরের চুল কেটে দাড়ি কেটে ফেলার ছবি- সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মামলায় আরও একজনকে করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে তারেকুল ইসলাম ওরফে তারেক আহমদ নামের এই আসামিকে আটক করা হয়। তারেক এই মামলার দুই নম্বর আসামি।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখার কর্মকর্তা এএসপি ওবাইন রাখাইন তারেককে আটক বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, ধর্ষণের ঘটনায় এখন অব্দি তারেকসহ আটজনকে আটক করা হলো।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম জানিয়েছেন, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বরমা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিল তারেক। গোপন সংবাদে অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।