দ্রোহ অনলাইন ডেস্ক
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতির ফলে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিা মন্ত্রণালয়। পরীার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
শুক্রবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিবৃতিতে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা জানান।
আরো পড়ুন – মেয়ের বিয়ের দাওয়াত দিতে যাওয়ার পথে বাবা খুন
সংবাদ মাধ্যমে পাঠানে তথ্যে জানানো হয়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীর ১৯ জুন অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।