ওমানে হকিতে বাংলাদেশের মেয়েদের এক ম্যাচে জয়

0
147

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ওমানের ফাইভ-এ-সাইড নারী ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশ জাতীয় নারী হকি দল ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপের মুখোমুখি হয়েছে। দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ১০-৫ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ফলে ম্যাচের প্রথমার্ধেই তারা ৫-৩ গোলের লিড পেয়ে যায়। পরের অর্ধে আরও পাঁচ গোল করে ফাইভ এ সাইড হকির প্রথম জয় আদায় করে নারীরা। তবে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপে হাওে বাংলাদেশ দল।

ইন্দোনেশিয়ার ম্যাচে তিন গোল করা অর্পিতা দ্বিতীয় ম্যাচেও ৬টি গোল করেছেন। এছাড়া ৪ গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেন রিয়া। শনিবার বাংলাদেশ নারী দলের দুটি খেলা রয়েছে। দিনের প্রথম ম্যাচের প্রতিপ ইরান এবং রাতে হংকংয়ের বিপে খেলবে তারা।