ওরা ক্ষুধার্ত

0
189
animale-dro-6-p-6

কালোমুখি হনুমান গুলো খাদ্যের অভাবে লোকালয়ে বেড়িয়ে এসেছে। দলছুট এই হনুমান গুলোর যন্ত্রনায় অতিষ্ট হচ্ছেন পথচারীরা। খাদ্যের জন্য তারা মানুষের কাছাকাছি চলে আসছে। উৎসুক জনতা তাদের খাবার দিচ্ছে। ওদের ক্ষুধার কাছে প্রাণঘাতি করোনা ও হার মেনেছে। খোকসার কালীবাড়ি রোড থেকে শনিবার সকালে ছবিগুলো তোলা।

animale-dro-6-p-5
বড় নিঃসঙ্গ একাকী।
animale-dro-6-p-7
খাবার দিচ্ছে একজন উৎসুক জনতা।
animale-dro-6-p-3
ভাগ করে নিয়েছে পথচারীর দেওয়া খাবার।
animale-dro-6-p-9
জনতাকে ভেঞ্চি করে ভয় দেখানোর চেষ্টা করছে।
animale-dro-6-p-10
আয়েশি ভঙ্গিতে বসে আছে।