কুমারখালী প্রতিনিধি
অসংখ্য কাব্যগ্রন্থের রচয়িতা বর্ষিয়ান কবি সৈয়দ আবদুস সাদিক (৮২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার ভোরে ঢাকার আজিমপুর কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করছে।
১৪ অক্টোবর বিকালে কুমারখালী উপজেলার দুর্গাপুরস্থ নিজ বাসভবনে বুকে ব্যাথাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই কবি। তাৎক্ষণিক তাঁকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
১৬ অক্টোবর দুপুরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
কবি সৈয়দ আব্দুস সাদিকের মৃত্যুতে স্বজনদের পাশাপাশি গভীর শোকাহত দেশের বিভিন্ন প্রান্তের কবি-সাহিত্যিক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কুমারখালী- কুষ্টিয়ার কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গণের কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
কবি সৈয়দ আব্দুস সাদিক ১৯৪৪ সালের ৩১ শে ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালী শহরের দরগাবাড়িতে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে কবি সাদিক সরকারি চাকুরীজীবি ছিলেন। কবি ১ কন্যা ও ৩ পুত্র সন্তানের জনক ছিলেন। কবিপতœী সৈয়দা সুলতানা বেগম দুলারি বাংলাদেশ মহিলা পরিষদ কর্মী ও একজন কবি।
১৯৭৯ সালে তাঁর প্রথম গ্রন্থ রুবাইয়াত, ২০২৪ সালে তাঁর কবিতা সমগ্র (তৃতীয় খন্ড) প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর কবিতা, গল্প, উপন্যাস গ্রন্থ রয়েছে।
আরও পড়ুন –ভারতে পালানোর নিরাপদ রুট মহেশপুর সীমান্ত, দু’মাসে আটক ৩২৬
কবি সৈয়দ আব্দুস সাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক সচিব ও কবি কাজী আখতার হোসেন, শিল্পপতি ড. আলাউদ্দিন আহমেদ, কবি সাংবাদিক ও দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ রতন, কবি ও গবেষক অধ্যাপক ড. রকিবুল হাসান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিক বিশ্বাস, কবি ও নাট্যকার লিটন আব্বাস, কবি শৈবল আদিত্য, কবি সিদ্দিক সিদ্দিক প্রামাণিক প্রমুখ।