দ্রোহ অনলাইন ডেস্ক
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তবে তার ফুসফুসে করোনা ভাইরাসজনিত নিউমোনিয়ায় সংক্রমিত হয়েছে।
করোনাভাইরাস সংক্রমন নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ডাঃ জাফরুল্লাহর শারীরিক অবস্থা সম্পর্কে এ তথ্য নিশ্চিত করেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন।
ব্রিগেডিয়ার অধ্যাপক ডাঃ মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডাঃ নজীবের নিশ্চিত করা তথ্যের ভিত্তিতে তিনি বলেন, ডাঃ জাফরুল্লাহর সুস্থতার জন্য তাকে পর্যাপ্ত অক্সিজেন ও অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে।
তিনি আরো জানান, জাফরুল্লাহকে নিয়মিত ডায়ালাইসিস ও ফিজিওথেরাপিও দেয়া হচ্ছে।
রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ব্রিগেডিয়ার অধ্যাপক ডাঃ মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডাঃ নজীবের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।