করোনার টিকার ডোজ দরিদ্র দেশগুলোর কাছে নেই: ডাব্লুএইচও

0
115

দ্রোহ অনলাইন ডেস্ক

কোভ্যাক্স কর্মসূচি থেকে দরিদ্র দেশগুলোর বড় একটা অংশে পর্যাপ্ত টিকা সরবরাহ করা হচ্ছে না বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লুএইচও)। সংস্থার শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে, টিকা কর্মসূচি চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত টিকার ডোজ দরিদ্র দেশগুলোর কাছে নেই।

ডবিøউএইচওর জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রæস এলওয়ার্ড বলেন, ১৩১টি দেশে কোভ্যাক্স কর্মসূচি থেকে প্রায় ৯ কোটি টিকা সরবরাহ করা হয়েছে। কিন্তু যে পরিমাণ টিকার ডোজ সরবরাহ করা হয়েছে, তা দিয়ে কোনো দেশের জনগণকেই পর্যাপ্ত সুরা দেওয়া সম্ভব হয়নি। খবর বিবিসির

আফ্রিকায় করোনা মহামারির তৃতীয় ঢেউ আঘাত হানছে। ঠিক এই সময় কোভ্যাক্স কর্মসূচির টিকার সংকট দেখা দিয়েছে। করোনার টিকা মজুদ না করতে সোমবার ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দণি আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

তিনি বলেন, আফ্রিকা মহাদেশের চার কোটি মানুষকে এ পর্যন্ত করোনার টিকা দেওয়া সম্ভব হয়েছে, যা মহাদেশটির জনসংখ্যার মোট ২ শতাংশ।

রামাফোসা বলেন, দেশটিকে টিকা তৈরির আঞ্চলিক হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কোভ্যাক্সের সঙ্গে কাজ করছে দণি আফ্রিকা।

টিকার সমবণ্টন নিশ্চিত করতে এবং দরিদ্র দেশগুলোর কাছে টিকা পৌঁছে দিতে কোভ্যাক্স কর্মসূচি হাতে নেওয়া হয় গত বছর। এই কর্মসূচিতে টিকা সরবরাহ করতে ধনী দেশগুলো ইতোমধ্যে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে।

কোভ্যাক্সের ল্যমাত্রা হলো, ২০২১ সালের মধ্যে দরিদ্র দেশগুলোকে করোনার টিকার ২০০ কোটি ডোজ সরবরাহ করা। কিন্তু এ পর্যন্ত সরবরাহ করা সম্ভব হয়েছে মাত্র ৯ কোটি টিকা।