দ্রোহ অনলাইন ডেস্ক
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের টিকা পাওয়ার ব্যাপারে যেমন আশা আছে তেমন সংশয়ও রয়েছে। এমন হতে পারে কখনো এর খোঁজ নাও মিলতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
বিবিসি জানিয়েছে, সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তেদরোস বলেছেন, এ মুহূর্তে কোনো আলোকরেখার দেখা নেই। কখনো তা নাও থাকতে পারে। তিনি বিশ্বব্যাপী মানুষকে সামাজিক দূরত্ব, হাত ধোয়ার এবং মাস্ক পরার মতো ব্যবস্থাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বর্তমানে ১ কোটি ৮০ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, করোনা ভাইরাস প্রতিষেধক টিকা তৈরির কাজ এগিয়ে চলেছে। কয়েকটি টিকা ইতোমধ্যে তৃতীয় ধাপের পরীক্ষা পর্যায়ে রয়েছে।
আরও দেখুন–খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি
আমরা আশা করছি, একাধিক কার্যকর টিকা এ রোগের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করবে। তবে এ মুহূর্তে কোনো আলোকরেখা নেই। কখনো নাও থাকতে পারে। এ মুহূর্তে মহামারি ঠেকাতে সাধারণ জনস্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো মানতে হবে। করোনা পরীক্ষা, আইসোলেশন ও রোগীর চিকিৎসা, রোগী সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা ও তাদের পৃথক রাখতে হবে।