করোনাসহ সংক্রামক ব্যাধিতে পুরুষরা বেশি মৃত্যু ঝুকিতে

0
129
coronavirus-dro-21-p-9
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানিয়েছেন করোনা সহ সংক্রামক ব্যধিতে পুরুষদের মৃত্যুর ঝুকি বেশি।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ডাঃ নাসিমা সুলতানা বলেন, পুরুষরা আগে থেকে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। হাইপারটেনশন, ডায়াবেটিস, ম্যালাইটাস, ক্রনিক রিনাল ডিজিজ ইত্যাদি ছাড়া পেশাগত অকুপেশনাল এক্সপোজার পুরুষদের বেশি।

তিনি বলেন, পুরুষরা ধুমপায়ী, অ্যালকোহল এবং সোশ্যাল আইসোলেশন কম থাকায় আক্রান্ত বেশি হন। অন্যদিকে নারীরা সুবিধা পাচ্ছেন, কারণ তাদের ডাবল এক্স ক্রোমোজোমের জন্য নারীদের জিনগতভাবে বেশি ইমিউন থাকে।

গেøাবাল হেলথ রিপোর্ট থেকে সায়েন্স ডিরেক্ট ডটকমে জারিমা শর্মা ও এরিন ডি মাইকোস ফিচার প্রকাশ করেছেন বলেও তিনি জানান।

তিরি পুরুষদের সতর্ক থাকতে বলেন। তারা যেন আরও বেশি সচেতন হন, সতর্ক থাকেন।

বুলেটিনে বলা হয়, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,৫৪৫ জন। এছাড়া একই সময়ে আরও ৩,৪১২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,১৯,১৯৮ জন।