করোনায় আক্রান্ত রবি চৌধুরী দিলেন আবেগঘন পোস্ট

0
139
রবি চৌধুরী-ফাইল ছবি

দ্রোহ নিবোদন ডেস্ক

একসময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী রবি চৌধুরী এবার করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংবাদ জানার পরে কন্ঠশিল্পী ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারও ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে ইনশা আল্লাহ।

রবি চৌধুরী কোন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সে ব্যাপারে কিছুই বলতে চাননি তাঁর পরিবার। এমনকি এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা কেমন, সে সম্পর্কেও কিছু জানায়নি।

উল্লেখ্য সংগীতের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন রবি চৌধুরী। প্লেব্যাক করছেন অসংখ্য সিনেমায়। সর্বশেষ তাঁর গাওয়া ‘জাতীয় বেয়াদব’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়েছে।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

আরও দেখুন-অনলাইন ক্লাস- তালগাছ (১)