করোনায় আক্রান্ত সঙ্গীতশিল্পীএসআই টুটুল

0
121
এস আই টুটুল

দ্রোহ বিনোদন ডেস্ক

দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এসআই টুটুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। বিষয়টি শিল্পী নিজেই নিশ্চিত করেছেন।

শুক্রবার গণমাধমকে তিনি বলেন, করোনার উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা দেই। তিনদিন আগে রিপোর্ট হাতে পেয়েছি। সেটা পজিটিভ। বাসাতেই আইসোলেশনে আছি। ডাক্তারের পরামর্শ মেনে চলছি।

তিনি আরও বলেন, আমি পরীক্ষা দিচ্ছি বলা যায়। জানি না মহান আল্লাহ আমাকে এই পরীক্ষায় পাস করাবেন কি না। সবার কাছে দোয়া চাই। কখনও যদি মনের অজান্তে কারও কাছে অপরাধ করে থাকি, আমার জানা-অজানা ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন।

প্রসঙ্গত, ’৯০ দশকে ব্যান্ডদল এলআরবি’র মাধ্যমে পরিচিতি পান এসআই টুটুল। সেই পরিচিতি একসময় তাকে জনপ্রিয় করে তোলে। এরপর ব্যান্ড ছেড়ে গড়েন একক ক্যারিয়ার। সফলতা আসে সেখানেও। কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে দুই দশক কাজ করছেন। দুই বছর আগে কাজে বিরতি দিয়ে আমেরিকায় দীর্ঘ সময় কাটিয়েছেন।