করোনায় আক্রান্ত হয়ে কুমারখালীতে ১ জনের মৃত্যু

0
107
মোস্তাক

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে পৌরসভার তেবাড়ীয়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোস্তাক (৪৮) এর মৃত্যু হয়।

জানা যায়, চলতি মাসের ১ তারিখে করোনার উপসর্গ দেখা দিলে, পরীক্ষার জন্য নমুনা দিলে ফলাফল পজিটিভ আসে । তিনি হোম কোয়ারেন্টিনে ছিল। এখন অবধি এ থানায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৪ জন এবং মৃত্যু বরন করেছেন ৮ জন।

মেস্তাকের পরিবার সূত্রে জানা যায় , ১ সেপ্টেম্বর থেকে মোস্তাক করোনায় আক্রান্ত হয়েছিল, শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন জানান, মোস্তাক দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও উচ্চ রক্ত চাপ জনিত রোগে ভুগছিলেন।