করোনায় আরও ২২ জনের মৃত্যু

0
130
Covid-19-Dro-27-p-3-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা অব্দি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জন মৃত্যুবরণ করেছেন। দেশে এ যাবৎ করোনায় মারা গেলেন ৫৪৪ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন নতুন করে আরও এক হাজার ৫৪১ জন। দেশে কোভিড-১৯ আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ২৯২ জনে।

বুধবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা, করোনা ভাইরাস শনাক্তে গত দিনে সাত হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে আট হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে দুই লাখ ৬৬ হাজার ৪৫৬টি নমুনা পরীক্ষা করে, করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও এক হাজার ৫৪১ জনের দেহে। দেশে এ সময়ে মোট আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৯২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩৪৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সাত হাজার ৯২৫ জনে পৌঁছালো।

মৃত্যুবরণকারীদের মধ্যে নতুন ২২ জনের মধ্যে ২০ জন পুরুষ এবং ২ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২১ জন এবং বাসায় মারা গেছেন একজন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর পৌনে ৩টা অব্দি বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬ লাখ ৪ হাজার ৪৬১ জন। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫০ হাজার ৭৫২ জন। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩ লাখ ৯৮৫ জন।