করোনায় গড়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৯০০ জনের

0
109
COV-DRO-23-P1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বে করোনা মহামারীতে গড়ে প্রতি ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার ৯০০ জনের মৃত্যু হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।

শুক্রবারের আগের দুই সপ্তাহে করোনায় মৃত্যুর পর্যালোচনা করে এমন সিদ্ধান্তে এসেছে সংস্থাটি। অর্থাৎ প্রতি ঘণ্টায় ২৪৬ জন ও প্রতি ঘণ্টায় গড়ে এক ব্যক্তি মারা যাচ্ছেন এই অতিসংক্রামক ভাইরাসে।

শনিবার করোনা রোগে মৃত্যুর সংখ্যা আট লাখ ছাড়িয়েছে। আর প্রাণহানির নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত। রোগটিতে মৃত্যুর হার স্থিতিশীল অবস্থায় আছে। মৃত্যুর সংখ্যা সাত লাখ থেকে আট লাখে পৌঁছাতে সময় লেগেছে ১৭ দিন। ছয় লাখ থেকে সাত লাখে পৌঁছাতেও একই সময় নিয়েছে।

রবিবার যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। যা বিশ্বের মধ্যে সর্বাধিক। যদিও দেশটিতে সংক্রমণ জুলাই থেকে কমতির দিকে রয়েছে। তবুও সপ্তাহে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৬০ হাজারের বেশি।

আমেরিকার কোনো কোনো অঞ্চলে নমুনা পরীক্ষার ২০ শতাংশই পজিটিভ আসছে। তারপরেও বিভিন্ন সরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য তাদের শ্রেণিকক্ষ খুলে দিয়েছে। শিক্ষার্থীদের ক্লাসে স্বাগত জানানোর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সংক্রমণ বৃদ্ধির কারণে কোনো কোনো স্কুল কেবল অনলাইন শিক্ষাকে বেছে নিয়েছে।

সোমবার বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল দেশ ভারতে করোনায় মৃত্যু অর্ধলাখ ছাড়িয়েছে। দেশটিতে প্রথম করোনা শনাক্তের পাঁচ মাসের মধ্যে এসব মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনা সংক্রমণ ২০ লাখ অতিক্রম করেছে। কিন্তু সেখানে মৃত্যুর হার অবশ্য কম, মাত্র এক দশমিক ৯ শতাংশ। যেখানে বিশ্বে গড় মৃত্যুর হার সাড়ে তিন শতাংশ।

বিশেষজ্ঞদের ধারণা, ভারতে সত্যিকার মৃত্যুর সংখ্যা প্রকাশ না করে কম করে দেখানো হচ্ছে। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার তিন শতাংশ।