দ্রোহ অনলাইন ডেস্ক
বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনা বা এ রোগের উপসর্গে মারা যাওয়া সাংবাদিকদের পরিবারকে ৩ লাখ করে টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় প্রেসক্লাব পরিচালনা পর্ষদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী ডাঃ হাছান মাহমুদ বলেন, দেশের বর্তমান করোনাকালে অনেক সাংবাদিক প্রানঘাতী এ রোগে আক্রান্ত হয়েছেন এবং বেশ কয়েকজন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে করোনা এবং করোনা উপসর্গ মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রত্যেক পরিবারকে ৩ লাখ করে টাকা দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইতোমধ্যেই ৬টি পরিবারকে এ সহায়তা দেয়া হয়েছে।
করোনা ভাইরাসের প্রকোপ, ভয়াবহতা এবং প্রতিরোধের উপায় সম্পর্কে মানুষ যেন সঠিকভাবে জানতে পারে এবং একইসাথে এসময় যারা কর্মে নিয়োজিত আছেন, তারা যাতে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করে, সেজন্য এ পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।