করোনায় মৃত বাবার মরদেহ ফেলে পালালো সন্তান

0
149
Corona-Dro-28p-11
করোনার প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল গেটে করোনায় আক্রান্ত মৃত বাবার মরদেহ ফেলে পালিয়ে গেলো সন্তান। মৃতের নাম নিত্যানন্দ বল্লভ (৬২)।

হাসপাতাল থেকে বার বার খবর দেবার পরেও মরদেহ নিতে আসেনি তার আত্মীয়রা।

মৃত নিত্যানন্দ বল্লভের বাড়ি কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণ খান গ্রামে।
রবিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৬ জুন নিত্যানন্দ বল্লভ করোনায় আক্রান্ত হয়ে কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।

শনিবার বিকালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবরটি তার স্বজনদের জানালেও তারা এখনও কোনো খোঁজ নেননি। তার ছেলে অফিসিয়ালি মরদেহ বুঝে নিলেও পরে সেটি ফেলে রেখে পালিয়ে যান।। হাসপাতালের প্রধান গেটে পড়ে আছে নিত্যানন্দের মরদেহ।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনের উদ্যোগে মরদেহটি পৌর শ্মশানে দাহ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।