দ্রোহ অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমিত হওয়ার সংখ্যা। ১৪ জন মারা গেছেন ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে । এদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেলেন ২২৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৮৮৭ জন। এ নিয়ে দেশে বর্তমানে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৬৫৭ জন ।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৬ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ২ হাজার ৬৫০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে নিজ বাড়ি গেছেন।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৩৮ জনের করোনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । সারাদেশে এখন ৩৬টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।