কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শহরের প্রধান প্রধান সড়কে বিভিন্ন সচেতনতা মূলক চিকা লিখছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
মঙ্গলবার দিবাগত রাত থেকে জনসচেতনতামূলক এই চিকা লেখা কর্মসূচীর উদ্বোধন করেন কুষ্টিয়া সদর আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
এ সময় কুষ্টিয়া জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিদুল ইসলাম রুপল, ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জ্যাকি, শহর ছাত্রদল নেতা দেবোত্তম বিশ^াস, রাশেদুজ্জামান অন্তর, কর্নেল ইসলাম সুমন, নাঈম ইসলাম, চঞ্চল, বিএনপির নেতা একে বিশ্বাস বাবুসহ ছাত্রদলের নেতা-কর্মীরা উপিস্থিত ছিলেন।
এই কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দিন কুষ্টিয়া শহরের প্রধান সড়ক এনএস রোডসহ কয়েকটি সড়কে নিজেরাই চিকা লেখেন ছাত্রদল নেতা-কর্মীরা। সাদা রং ব্যবহার করে রাস্তায় বড় বড় করে লেখা হচ্ছে সামাজিক দুরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, সকলে জীবানু নাশক টানেল ব্যবহার করুন ইত্যাদি জনসচেতনতামূলক নানা স্লোগান।
ছাত্রদল নেতা দেবোত্তম বিশ^াস জানান, পৌরসভার সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক এনএস রোড, বড় বাজার পর্যন্ত এই চিকা লেখা হবে।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন ছাত্রদল সারাদেশের মত কুষ্টিয়া জেলাব্যাপী নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে তারা রাস্তায় চলাচলরত জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই চিকা লিখছেন। কুষ্টিয়ায় ছাত্রদল নেতা-কর্মীদের দুস্থদের মধ্যে ত্রাণ ও ইফতার বিতরণ, গভীর রাতে মানুষকে সেইরী খাওয়ানো, কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়াসহ নানা সামাজিক কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহণ করতে দেখা যাচ্ছে।