কুষ্টিয়া প্রতিনিধি
করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়াত মুক্তিযোদ্ধা স্বামীর এক মাসের সম্মানী ভাতা’র টাকা তুলে দিয়েছেন স্ত্রী।
রবিবার সকালে ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফের হাতে প্রয়াত মুক্তিযোদ্ধা স্বামী হারুন অর রশীদের সন্মানী ভাতা’র এক মাসের টাকা তুলে দেন স্ত্রী জুলেখা খাতুন। তিনি ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার বাসিন্দা।
মুক্তিযোদ্ধা হারুন অর রশীদের স্ত্রী জুলেখা খাতুন সাংবাদিকদের জানান, তাঁর স্বামী জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। তাঁর স্বামী জীবিত নেই। করোনার বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। তার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় দেশের এই দুর্দিনে কিছু না কিছু করতেন। তাই সামান্য হলেও এই সম্মানীর টাকা যদি করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার কাজে লাগে তাহলে তিনি নিজে যেমন খুশি হবেন তেমনি তাঁর প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্বামীর আত্মা কিছুটা হলেও শান্তি পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, মহামারী করোনার বিরুদ্ধে সরকারের একার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। জুলেখা খাতুন যে সহযোগিতা করলেন সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয় দৃষ্টান্তও বটে।