কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে খাবার, ওষুধ, ফলমূলসহ প্রয়োজনীয় সামগ্রী পৌছে দিচ্ছেন জেলা প্রশাসক আসলাম হোসেন। বড় একটা ঝুড়ি। তার ভেতর চাল, ডাল, তেল, মসলাপাতিসহ বিভিন্ন ধরনের ফলমূল রয়েছে।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। কর্মক্লান্তিহীন দু’জন কর্মচারী একটি ঝুড়ি নিয়ে করোনা আক্রান্ত রোগীর বাড়ির সামনে রাখলেন। সেখানে দাঁড়িয়ে জেলা প্রশাসনের এক কর্মকর্তা মুঠোফোনে কল দিয়ে বাড়ির এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ফটকের সামনে আসতে বলেন। এ সময় জেলা প্রশাসক ওই ব্যক্তির কাছে ঝুড়িটি বুঝিয়ে দিয়ে জানান, এর ভেতর ১৪ দিনের খাদ্যসামগ্রী রয়েছে। এই বাড়ির যিনি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, এগুলো তাঁর জন্য। প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা সামগ্রী এটা।
এ দিন বিকাল থেকে রাত পর্যন্ত কুষ্টিয়া শহরের এন এস রোড, পেয়ারাতলা ও কুষ্টিয়া শহরতলীর জুগিয়া এলাকায় করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে জেলা প্রশাসক আসলাম হোসেন এভাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ওবায়দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, এনডিসি মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার বিকালে এ কার্যক্রম শুরু করা হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা সামগ্রীর অংশ হিসেবে জেলার করোনা রোগীদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এনডিসি মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানান, পর্যায়ক্রমে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রত্যেক আক্রান্ত রোগীর বাড়িতে প্রধানমন্ত্রীর বিশেষ এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।
জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, আক্রান্ত রোগীদের ১৪ দিন ঘরে বন্দী থাকতে হচ্ছে। তাঁদের পরিবারের সদস্যরাও বাড়ির বাইরে বের হতে পারছেন না। তাই তাঁদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ১৪ দিনের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তাঁদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। এতে করোনা আক্রান্তরা একটু হলেও মনোবল ফিরে পাবেন।