করোনা আক্রান্ত ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু

0
141

দ্রোহ অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সরদারপাড়ার রিমন সাউদ (২৫) নামে এক যুবকের করোনা উপসর্গে মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুর খবর পেয়ে বাবা হাজী ইয়ার হোসেনও (৭০) শোকে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।

রিমনের পরিবার জানিয়েছে, মৃত্যুর আগে জ্বর, কাঁশি ও শ্বাসকষ্ট ছিল রিমনের। ইতোমধ্যে তার নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে। কিন্তু রিপোর্ট এখনও আসেনি ।

রিমনের এক নিকট আত্মীয় জানান, রোববার রাতে রিমন অসুস্থবোধ করে। তাকে ঢাকার বিভিন্ন হাসাপাতলে নেওয়া হয়। কিন্তু তার জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ থাকায় কোন হাসপাতাল তাকে ভর্তি নেয়নি। সর্বশেষে রিমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, সোমবার সকাল ৬টার দিকে রিমনের মৃত্যু হয়। রিমনের বাবা ছেলের মৃত্যু খবর শুনে শোকে স্ট্রোক করেন । সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনিও মৃত্যুবরণ করেন।