করোনা আক্রান্ত স্বামীকে দেখে স্ত্রী বাড়ি ছাড়ল

0
107
Chuadanga-Dro-6-p-5--compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনার উপসর্গ নিয়ে স্বামী সাভারের নবীনগর থেকে বাড়ি ফিরছেন। এমন সংবাদ পেয়ে ভয়ে সন্তানকে সাথে নিয়ে পালিয়ে গিয়েছেন স্ত্রী।

আলমডাঙ্গার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামে ঘটনাটি ঘটেছে ।

হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের রেজাউল করিম তার স্ত্রী-সন্তানকে বাড়িতে রেখে সাভারের নবীনগরে একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করেন। তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। শরীরের অবস্থা অবনতি হওয়ায় তিনি বাড়িতে খবর দেন এবং বাড়িতে চলে আসার সিদ্ধান্ত নেন।

রেজাউল শুক্রবার দুপুরে করোনার উপসর্গ নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। তার উপস্থিতিতে আঁতকে ওঠেন বাড়ির লোকজন। স্বামীর বাড়িতে চলে আসা দেখে ভয়ে স্ত্রী তার পুত্র সন্তানকে কোলে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় গ্রামজুড়ে কোভিড-১৯ এর ভয়ে থমকে যায় জনজীবন। গ্রামের মানুষজনের মধ্যেও আতংক ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাদি জিয়াউদ্দিন আহমেদ বলেন, স্থানীয়রা মুঠোফোনে ঘটনাটি জানিয়েছেন। রেজাউলের নমূনা সংগ্রহ করা হবে। বাড়িটি লকডাউন করা হয়েছে।