দ্রোহ স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনা থেকে মুক্ত হয়েছেন। মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন মাশরাফি।
মাশরাফি তার ভেরিফাইড ফেসবুক পেজে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমার কনোরা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে । এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’
মাশরাফি আরও লিখেছেন, যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর উপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ সবার সহায় হোন।’