দ্রোহ অনলাইন ডেস্ক
বাংলাদেশ সরকার বিদেশ ভ্রমণের জন্য দেশি-বিদেশি নাগরিকদের জন্য করোনা সার্টিফিকেট (নেগেটিভ) বাধ্যতামূলক করেছে। এ নির্দেশনার প্রতি বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ভুয়া করোনা সণদ দেখিয়ে লন্ডন যাবার সময় ইমিগ্রেশন আটকে দিয়েছে প্রভাবশালী এক যাত্রীকে।
রবিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। ইমিগ্রেশনে আটকে যাওয়া যাত্রীর নাম ঐশী খান। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
এ বিষয়ে বিমানবন্দরের অ্যাসিস্ট্যান্ট এয়ারপোর্ট হেলথ অফিসার ডাঃ জহির ইসলাম বলেন, আমাদের কাছে একজন করোনা পজিটিভ যাত্রী আসেন। তাকে লন্ডনগামী ফ্লাইটে যেতে দেওয়া হয়নি। বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।
বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা জানান, সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাওয়ার কথা ছিল। ঐশী ছিলেন ওই ফ্লাইটের যাত্রী। তিনি ভিআইপি কাউন্টার দিয়ে ইমিগ্রেশন পার হওয়ার সময় তার করোনা সার্টিফিকেট নিয়ে কোনো একটা ঝামেলা হয়।
আমাদের ইমিগ্রেশন পুলিশ থেকে জানানো হলো যে, একজন যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন। কিন্তু আইইডিসিআরের সার্ভারে তার রিপোর্ট করোনা পজিটিভ।
তিনি বলেন, ‘কিছুক্ষণ পর ঐশী স্বাস্থ্য অধিদফতরের ডেস্কে আসেন। আমরা তার হাতে একটি করোনা পজিটিভ সার্টিফিকেট দেখতে পাই। তার সার্টিফিকেট সার্ভারে সার্চ দিয়ে দেখতে পাই, তিনি সত্যিই করোনা পজিটিভ। এরপর অধিদফতর থেকে তাকে আর প্লেনে ওঠার অনুমতি দেয়া হয়নি।
আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)
বিমানের সকাল ১০টার এ ফ্লাইটটি ঐশীকে ছাড়াই দুপুর সোয়া ১২টার দিকে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।